শুভ দোলযাত্রার শুভেচ্ছা-২০২১ ( Happy Holi-2021)
দোলের শুভেচ্ছা বার্তা :- দোল পূর্ণিমা বাঙালির অন্যতম উৎসব। এই উৎসবের জন্য বাঙালি তথা গোটা ভারত বর্ষের মানুষ অপেক্ষা করে থাকে। এই উৎসব প্রধানত হিন্দু ধর্মীয় উৎসব। দোল পূর্ণিমা বৈষ্ণবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ – এই দিন শ্রী চৈতন্য মহা প্রভুর জন্মদিন হিসাবে পালন করা হয়। বাঙালি ও ওড়িশার মানুষ মহা ধুমধাম করে পালন করে।
এই দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে – রাধার ও গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন। তখন থেকে শ্রীকৃষ্ণ ও রাধার অমর ভালবাসার স্মরণে রং ও আবির মাখিয়ে দিনটি স্মরণ করা হয়।
এছাড়াও হিন্দু শাস্ত্র মতে – এই দিনে ভক্ত প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়ে ছিলেন ভগবান বিষ্ণু। তাই এই দিনটিকে অশুভ শক্তি নাশ ও শুভ শক্তি সূচনা হিসাবেও পালন করা হয়।
হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয়। এই দিনে যেকোনো কারণেই হোক – বাড়িতে পুজো করলে। গৃহস্থের সুমঙ্গল প্রাপ্ত হয়। এই কারনে হোলি বা দোল পূর্ণিমায় সব বাড়িতেই পূজা করা হয়।
২০২১ দোলের শুভেচ্ছা বার্তা – Dol Purnima Wishes In Bengali 2021
দোলের শুভেচ্ছা বার্তা
|
নিচে দোলের শুভেচ্ছা বার্তা, ছড়া ও কবিতা || Happy Holi Wishes in Bengali বা শুভ দোলযাত্রার শুভেচ্ছা-২০২১, স্ট্যাটাস গুলি ভালো লাগলে অবশ্যই। আপনার প্রিয় মানুষের। সাথে whatsapp(হোয়াটসআপ), facebook(ফেসবুকে) ও শেয়ার করতে পারেন।
শুভ দোল পূর্ণিমার, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
সবার খুব ভালো কাটুক ২০২১ দোল পূর্ণিমার দিনটা।
এই রঙের উৎসব সবার ভালো কাটুক
রাঙা নেশা মেঘে মেশা, প্রভাতের আকাশে।
বসন্তের আকাশের মতো,
রঙিন হয়ে উঠুক আমাদের বন্ধুত্ব
আজকের এই হোলির দিনে অনেক অনেক শুভেচ্ছা,
ভালো থেকো ভালো রেখো বন্ধু – সবাইকে।
তোমার জীবনকে রঙিন করে তুলুক।
রং ই হলো জীবন,
— দোলের অনেক অনেক শুভেচ্ছা
— শুভ দোল পূর্ণিমা
আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠুক, সবার জীবন।
সকল বন্ধুদের জানাই, দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।
রঙের উৎসবে রঙ মেখে, সমস্ত কিছু ভুলে
তোমার জীবন হয়ে উঠুক, রামধনুর রঙের মতো।
— শুভ দোল উৎসব
রঙের উৎসবে – রঙিন হয়ে উঠুক সবার জীবন,
— হ্যাপি হোলি
ইতিবাচক আসুক সবার জীবনে,
দোল পূর্ণিমার শুভেচ্ছা (দোলের শুভেচ্ছা বার্তা)
সব হিংসা-বিদ্বেষ হানাহানি দূর হোক,
ভালোবাসায় ভরে উঠুক সবার মন।
— শুভ দোলযাত্রা
শুভ দোল পূর্ণিমা ২০২১
|
হোলির রং এর মত ভরিয়ে দিন।
আর জীবনে যত স্বপ্ন আছে, তাঁর জন্য এগিয়ে যান।
–হ্যাপি হোলি
ধন্যবাদ 🙏🙏🙏💙💚💛
But wanna remark on few general things, The website design and style is perfect, the subject material is rattling great. “All movements go too far.” by Bertrand Russell.