ইন্টারনেট কি – How to Internet Works

How to Internet Works

ইন্টারনেট কি – আজকের প্রজন্মের কাছে এটা নতুন জিনিস নয়। বর্তমান সময়ে দিনে ২ -৩ ঘন্টা জল বা খাবার ছাড়া চলা সম্ভব। কিন্তু ইন্টারনেট ছাড়া আজকের দিনে ১ মিনিটও চলা মুশকিল। এই আর্টিকেলে ইন্টারনেট কি জিনিস, তা জানবো। জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।  
 
 
 
আপনি কোনো সময় ভেবেছেন ইন্টারনেট কি জিনিস ? কিভাবে মোবাইলে,কম্পিউটার বা অন্য জিনিসে কিভাবে ইন্টারনেট ব্যবহার হয়। নিচে যে প্রশ্ন গুলির উত্তর দেওয়া হয়েছে, সে প্রশ্ন গুলি কি আপনার মনে কোনো জেগেছে ? যদি জেগে থাকে তাহলে অবশ্যই উত্তর গুলি নিন। 
 
 
যেমন এই রকম প্রশ্ন – 
 
১) ইন্টারনেট কি..?
২) ইন্টারনেট কি ভাবে কাজ করে..?
৩) ইন্টারনেটের মালিক কে..?
৪) ইন্টারনেট আমাদের কাছে কি ভাবে পৌছায়…?
৫) ইন্টারনেটের ইতিহাস..?
৬) ইন্টারনেটের সম্বন্ধে জানার প্রয়োজন…?
 
 
 
 
  • নিচে যতটা সম্ভব প্রত্যেক বিষয়ে নিয়ে, কিছু কিছু আলোচনা করা হয়েছে। হয়তো আপনার মনে হতে পারে।
  •  ইন্টারনেট সেটা-লাইট এর মাধ্যমে চলে।  
  • অথবা সমস্ত বিশ্বে নেটওয়ার্কের জাল বিছানো আছে। 
 
 
  • সব সময় মনে রাখবেন – ইন্টারনেট এই পৃথিবীতে  ৯৯% ইন্টারনেট অপটিকফাইবার, তারের মাধ্যমে চলে। 
  • তাহলে আপনি বলবেন, আমি তো মোবাইলে চালাই।  কিন্তু আমার মোবাইলের মধ্যে কোনো অপটিকফাইবার তার নেই। তাহলে মোবাইল চলে কি ভাবে..?
 
 
  • মনে করুন আপনি যে জাগায় বাস করেন। সে জাগায় যে মোবাইল টাওয়ারের সার্ভিসের মধ্যে আসে।
  • সে টাওয়ার থেকে শুরু করে, আপনি পৃথিবীর যে জাগায় পৌছাতে চান।
  • সে জাগায় পর্যন্ত তার বিছানো আছে, এই যে তারের মাধ্যমে যোগাযোগ একেই বলে ইন্টারনেট। 
 
 
  • এই যে তারের মাধ্যমে – যে কোনো মানুষ, মোবাইলে যে জিনিস দেখতে চায়।
  • আর সে জিনিস দেখানোর জন্য প্রস্তুত বিভিন্ন কোম্পানি। এই যে দুই এর মধ্যে যোগাযোগ একেই বলে ইন্টারনেট। 
 
 
আমাদের কাছে, এই ইন্টারনেট আসে  ৩ টি মাধ্যম হয়ে।
 
১) টিয়ার ১ কম্পানি। 
 
২) টিয়ার ২ কম্পানি।
 
৩) টিয়ার ৩ কম্পানি। 
 
 
 

১)  টিয়ার ১ কম্পানি কি বা কাকে বলে ?

 

  • টিয়ার ১ কম্পানি কাজ হলো – শুধু অপটিক ফাইবার কেবেল তার সমুদ্রের নিচে বিছানো।
  • একে অবশ্য সাবমেরিন ক্যবল বলে।
  • এরা গোটা বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার যুক্ত করে ।
  • পরে নিজের দেশে থেকে, আলাদা আলাদা করে অবস্থিত সার্ভারের সাথে যুক্ত করে। 
  • আর তার গুলি দেখতে অনেকটা চুলের মতো চিকন চিকন হয়।  
  • এই একটা তারের  ভিতরে দিয়ে ইন্টারনেট  ১০০ GB/ps speed বহন করার ক্ষমতা থাকে।  
  • অপটিক ফাইবার কেবেল তার সমুদ্রের নিচে বিছায়, একে টিয়ার  ১ কোম্পানী  বলে।

 

২) টিয়ার ২ কম্পানি কি বা কাকে বলে ?

  • টিয়ার ১ কোম্পানী থেকে তার বিছানোর মেরামত বা খরচার টাকা দিয়ে। টিয়ার ২ কোম্পানী ইন্টারনেট লোকাল ল্যান্ডিং পয়েন্ট থেকে।
  • আলাদা আলাদা কোম্পানীকে, প্রত্যেক GB হিসাবে টিয়ার ২ কোম্পানী বিক্রি করে।
  • যারা এই জিবি (GB) হিসাবে বিক্রি করে এদের টিয়ার ২ কম্পানি বলে
 

৩) টিয়ার ৩ কম্পানি কি বা কাকে বলে ? 

  • আমাদের দেশে যে ইন্টারনেটের ল্যান্ডিং পয়েন্ট রয়েছে সেখান থেকে। আলাদা আলাদা কোম্পানী – যেমন – JIO,BSNL, AIRTEL,VODAFONE ইত্যাদি। 
 
 
  • এই কোম্পানি গুলি ইন্টারনেট ল্যান্ডিং পয়েন্ট থেকে।
  • তাদের নিজেদের টাওয়ার পর্যন্ত অপটিক ফাইবার তার লাগায়।
  • আর এই টাওয়ারের সাহায্যে নিজের নিজের গ্রাহকদের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়। আর আমাদের মতো গ্রাহকরা, নিজের নিজের পছন্দের জিনিস।
  • নিজেদের পছন্দের ডিভাইসের মধ্যে দেখতে পাই। সেটা হতে পারে, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। 
 

 ইন্টারনেট কি….?

 
  • আধুনিক সময়ে, টেলিযোগাযোগের একটি মাধ্যম নেটওয়ার্ক।
  • যা তার বা বেতার সংযোগ মাধ্যমে, কোরে কম্পিউটার বা অন্য ডিভাইস গুলিকে World Wide Web (www) এর সাথে সংযুক্ত করে।
 
  • World Wide Web (www) এর  মাধ্যমে তথ্য আদান ও প্রদান পদ্ধতি। 
  • এই পদ্ধতিতে, হাইপারটেক্সট লিংক (hypertext link) এর মাধ্যমে। ইন্টারনেটে থাকা বিভিন্ন ডকুমেন্ট বা ফাইল একে অপরের সাথে সংযুক্ত হয়ে থাকে। 
  • ইন্টারনেট ব্যবহার কারীরা তাদের প্রয়োজন হিসেবে।
 
 
 
  • তাদের ডকুমেন্ট বা তথ্যের প্রয়োজন হিসেবে। নিজের কম্পিউটারে, সেই তথ্য বা ডকুমেন্ট পেতে পারেন।
  • যেমন এটা সব ধরণের ডিভাইস modern computer, laptop, smartphone, smart TV এবং আরো অন্য ডিভাইস ইন্টারনেটের সাথে সংযোগ হতে পারে।
 
ইন্টারনেট কি - How to Internet Works
ইন্টারনেট কি
ইন্টারনেট 
 
  • এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক, পৃথিবীর সব থেকে বড়ো এবং ব্যস্ততম কম্পিউটার। 
  • যে নেটওয়ার্ক দ্বারা, একে অপরের সাথে সংযুক্ত হয়ে আছে।
  • এই যে নেটওয়ার্ক সংযোগ, একেও আমরা ইন্টারনেট বলতে পারি। 
 
 
 
গ্লোবাল নেটওয়ার্ক কাকে বলে ?
 
  • আমাদের নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে।
  • বিশ্বের নেটওয়ার্কের সাথে যখন সংযুক্ত হয়ে যাই।  
  • তখন আমরা নেটওয়ার্কের একটি বিশাল জালেরঅংশীদার  হয়ে দাড়াই। এ
  • কে গ্লোবাল নেটওয়ার্ক বলে Global networkবলে। 
 
 
 
 
  • এই মুহূর্তে আমরা যে সংযুক্ত হয়ে আছি। একে গ্লোবাল নেটওয়ার্ক বলে Global networkবলে।
  • তার জন্য আমাদের যেকোনো ডিভাইসের প্রয়োজন।
  • সেটা হতে পারে কানেক্টেড যেকোনো কম্পিউটার, মোবাইল ইত্যাদি। 
 
 
 
  • ফাইল বা ডকুমেন্ট আদান ও প্রদান করার জন্য।
  • আমাদের ইন্টারনেট ও ডিভাইসের প্রয়োজন।
  • আশা করছি – “ইন্টারনেট কি” এ ব্যাপারে বুঝতে পেরেছেন। 
 

প্রশ্ন হলো, ইন্টারনেট কিভাবে কাজ করে ..?

  • নেটওয়ার্ক বা ইন্টারনেট কিভাবে কাজ করে।
  • এই বিশাল জাল, যাকে আমরা ইন্টারনেট বলি।
  • আমরা ইন্টারনেটের সাথে কিভাবে কানেক্ট হতে পারি ? 

 

  • প্রথমেই বলেছি, ইন্টারনেট হলো, সেই কম্পিউটার নেটওয়ার্ক।
  • যেটা গোটা বিশ্বের বিভিন্ন কম্পিউটারের সাথে যোগ হয়ে আছে।
  • উদাহরণ – হিসাবে আমাদের ঘরের ল্যান্ডলাইন ফোন।
  • যেমন অন্য একটি আরেকটির সাথে তারের মাধ্যমে যুক্ত হয়ে আছে।
 
  • যদি কেউ ইন্টারনেট কাজ করতে চায় তার জন্য ৩ টি জিনিসের প্রয়োজন হবে। 
১) একটি ডিভাইস – যেখান থেকে ইন্টারনেট ব্যবহার বা চালু করা যাবে।
২) ইন্টারনেট সার্ভিস দেয়, Internet service provider (ISP
৩) আর একটি ওয়েব ব্রাউসার বা এপ্লিকেশন।
 
 

১) একটি ডিভাইস 

  • ইন্টারনেটে কাজ করার জন্য, প্রথমেই একটি ডিভাইস এর প্রয়োজন। আর সেই ডিভাইস,  কম্পিউটার (Computer), ল্যাপটপ (Laptop), স্মার্টফোন (smartphone) বা ট্যাবলেট (Tablet) যে কোনো একটা হতে পারে। 
 

২)  ইন্টারনেট সার্ভিস দেয়, 

  •  কানেক্শন নেওয়ার পর, আমরা আমাদের ডিভাইস বা কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে।
  • Global network এর বিশাল জালের সাথে সংযুক্ত যাতে পারি। আমাদের আসে পাশে থাকা Internet Service Provider থেকে ইন্টারনেট সেবা নিয়ে নিতে পারি।
  • যেমন – Airtel, Vodafone, Idea, BSNL ইত্যাদি। 
  • এই কোম্পানি গুলি ইন্টারনেটের  সাথে সাথে, আমাদের ফোনের সুবিধাও দিয়ে থাকে। 
 
 
  • Internet service provider (ISPগুলির থেকে ইন্টারনেট সেবা কিনে নিয়ে। 
  • আমরা তার বা বেতার যে কোনো মাধ্যমে,
  • নিজেদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে পারি।
  • ইন্টারনেটে সংযোগ হওয়ার পরে।
  • আমরা একে অপরের অবস্থাটাকে  “অনলাইনও” বলা হয়। 
 

৩) ডিভাইসে মধ্যে একটি এপ্লিকেশন 

  • যে কোনো ডিভাইসে, ইন্টারনেটে কাজ করার জন্য। 
  • একটি ওয়েব ব্রাউজার বা অন্য কিছু এপ্লিকেশন এর প্রয়োজন হয়।
  • আপনার  ব্যবহার করা ডিভাইস থেকে ইন্টারনেটের, সেই নেটওয়ার্কের জালের সাথে সংযুক্ত হতে দেয়।
  • যাকে আমরা “গ্লোবাল নেটওয়ার্ক” বলি।
 
  •  তারপর ডোমেইন, আইপি এবং ওয়েবসাইটের মাধ্যমে গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড। 
  • অন্য কম্পিউটার থেকে তথ্য, ফাইল বা ডকুমেন্ট দেখতে বা গ্রহণ করতে পারি।
  • বর্তমান সময়ে আধুনিক ইন্টারনেটের দ্বারা,বিভিন্ন রকমের কাজ করতে পারি।
  • যেমন, অনলাইনে ভিডিও কল অনলাইন মেসেজে চ্যাটিং,
  • ফটো বা ভিডিও শেয়ার করা, ভিডিও দেখা আরও অনেককিছু। 
 
  • ইন্টারনেটে বিভিন্ন কাজ করার জন্য।
  • আলাদা আলাদা এপ্লিকেশন বা সফটওয়্যারের প্রয়োজন হতে পারে।
  • ইন্টারনেট কিভাবে কাজ করে, এ বিষয়ে ভালো করেই বুঝেছেন।
 

ইন্টারনেটের মালিককে বা ইন্টারনেট কে আবিস্কার করেছে ? 

  •  এ রকম প্রশ্ন আমাদের মনে হওয়াটা স্বাভাবিক।
  • কিন্তু এর উত্তর কি হবে, তার সোজা কোনো জবাব নেই।
  • ARPANET নামের এজেন্সিতে অনেক scientist, programmer এবংengineerকাজ করেছে।
  • তারাই ইন্টারনেটের বিষয়ে গবেষণা করা শুরু করেছিলেন এবং এরা সবাই ইন্টারনেটের উদ্ভাবন করেছিলেন।  

 

  • ইন্টারনেট বললে আমরা এর সবথেকে জরুরি ভাগ “TCP/IP PROTOCOL” টাকেই ভাবি।
  • কিন্তু এই “TCP/IP PROTOCOL” টি উদ্ভাবন (invent) করেছিলেন। 
 

ইন্টারনেটের ইতিহাস .?

 
  • যে ইন্টারনেট আমরা ব্যবহার করছি।
  • এই ইন্টারনেট আবিস্কার করাটা, কিন্তু সহজ কাজ কখনোই ছিলো না।
  • বা একজনের পক্ষে সম্ভব হয়নি। 
  • ইন্টারনেট আবিস্কার করার জন্য, অনেক programmer, scientist এবং engineer দের প্রয়োজন হয়েছিল।
 
 
  • আমেরিকার একটি এজেন্সী (american agencyARPANET স্থাপনা হয়েছিল ১৯৬৯ সালে।
  • এবং এই এজেন্সির প্রথম কাজ ছিল।
  • একটি কম্পিউটারকে আরো একটি কম্পিউটারের সাথে সংযোগ  করার। 
  • পরে ১৯৮০ সনের পরে পরে গিয়ে এই টেকনোলজির নাম হলো “ইন্টারনেট”
 
 
  • ১৯৮৩ সনের ১ তারিখে ইন্টারনেটের আরম্ভ হয়েছিল।
  • ইন্টারনেট শুরু হওয়ার সময়, একে বলা হতো Network of network 
  • আজকে modern society তে এর নাম “Internet” হয়ে দাঁড়িয়েছে।

 

  •  আগেএভাবে অনলাইনে এতো ভাবে স্বীকার করার যোগ্য ছিলো না। 
  • ১৯৯০সালের পর যখন computer scientist Tim Berners-Lee উদ্ভাবিত করলো। 
  • world wide web (www) তখন লোকেদের জন্য এই ইন্টারনেট অনেক কাজের, মজার এবং স্বীকার করার যোগ্য হয়ে দাঁড়ালো।
 

ইন্টারনেট  কি ভাবে  কাজ  করে ?

 
  • ইন্টারনেট নেটওয়ার্ক এমন একটি জাল।
  • যেটা গোটা বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে আছে।
  •  এই কম্পিউটার নেটওয়ার্ক আর একটি  ডিভাইসের সাথে পরস্পর বিশ্বব্যাপী কানেক্ট হওয়ার জন্য Internet protocol suite (TCP/IP) ব্যবহার করা হয়। 

 

  • ওয়েবসাইটের অনলাইন সাথে লিংক হওয়ার জন্য।
  • যেকোনো ডিভাইসে আপনার সেই কম্পিউটার নেটওয়ার্ক।
  • আজ প্রায় সব রকমের জিনিসের বা কাজের জন্য আমাদের, এই ইন্টারনেটের ব্যবহার করা হয়।
 
 
  • ইন্টারনেট লোকেদের ঘরে ঘরে, অফিসে, বিভিন্ন কার্যালয়ে  এবং মোবাইলের মাধ্যমে।
  • ইন্টারনেট আজ আমাদের হাতে হাতে রয়েছে।
  • এই ইন্টারনেটে মাধ্যমে একজন আরেক জনের সাথে,
  • খুব সহজেই  সংযুক্ত হয়ে থাকতে পারছি।
 

ইন্টারনেট কি সম্বন্ধে আরও কিছু জানার প্রয়োজন…?

 
  • বর্তমান সময়ে জ্ঞান বা যে কোনো তথ্যে  ইন্টারনেটের মাধ্যমে সহজে পাওয়া যেতে পারে। 
  • কারন – সব ধরণের মানুষেরা নতুন নতুন জিনিসের ব্যাপারে জানার অনেক আগ্রহ থাকে। 
 
 
  • যেকোনো বিষয়ে ইন্টারনেটের মাধ্যমে শিখে নিয়ে।
  • আমরা নিজের দক্ষতা এবং ক্ষমতা বাড়াতে  নিতে পারি।
  • আজকাল বেশির ভাগ লোকেরা ইন্টারনেট থেকে রোজ নতুন কিছু শিখে এবং জীবনে প্রয়োগ করছেন।
  • অনেকে আজ ইন্টারনেট থেকে, নতুন কিছু শিখে সফল হয়ে দাঁড়িয়েছেন।
  • আজকাল ইন্টারনেট মাধ্যমে যোগাযোগ বেশি ব্যবহার হচ্ছে। 
 
 
  • আজকের সময়ে,যদি আপনিইন্টারনেটের ব্যাপারে জ্ঞান না রাখেন। 
  • তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন।
  • এবং এ বিষয়ে জ্ঞান থাকলে যোগাযোগ মাধ্যমকে কোনো কাজে লাগতে পারবেন। 
 

ইন্টারনেটের ব্যবহার  (Uses Of Internet)

 
 
  • বর্তমান সময়ে যেকোনো জায়গা হোক বা অফিস ইন্টারনেট সবথেকে বেশি পরিমানে ব্যবহার করা হচ্ছে। 
  • ইন্টারনেট ব্যবহার করে নতুন নতুন  টেকনোলজির ব্যবহার করছি।
  • ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্ট গ্রহণ করার থেকে লাইভ ভিডিও কল করা।
  • ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখা, দেশ বিদেশের মানুষের সাথে কথা বার্তা।
  • ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা সম্ভব। 
 
 
  • যেকোনো জিনিসের ব্যাপারে।
  • আমরা নিমিষের মধ্যেই জ্ঞান পেয়ে যেতে পারি, ইন্টারনেট ব্যবহার করে। 
  • এরকম আরও অনেক ধরণের কাজ আমরা করতে পারি।
  • যেগুলি কোনোদিন আমরা ধারণাও করা হয়নি।
  • ইন্টারনেটকে সঠিক ব্যবহার করে।
  • আমাদের জীবনকে আরও অনেক সহজ এবং সোজা করে তুলতে পারি। 
 

সবশেষে ইন্টারনেটের ব্যবহার ও লাভ 

 
 
  • ইমেইল -Email  (Electronic mail ): ইন্টারনেট ব্যবহার করে আমরা electronic mail পাঠাতে পারি। 
  • Email যোগাযোগের একটি অন্যতম বিখ্যাত মাধ্যম। 
  • বর্তমান সময়ে দিনে বেশির ভাগ ইন্টারনেট ব্যবহার কারী।
  • যোগাযোগের মাধ্যম হিসেবে electronic mail service এর ব্যবহার করে। 
 
 
  • File download –ইন্টারনেট ব্যবহার সহজে বিভিন্ন website থেকে file, video, গান, ছবি, সফটওয়্যার, ডাউনলোড করে নিজের কম্পিউটার বা মোবাইলে  ডাউনলোড করা যায়।
 
  • Educational benefits – বর্তমান সময়ে যদি কিছু জানতে চান বা শিখতে চান। তাহলে চিন্তা করবেন না। সব বিষয়ে আপনি শিখে নিতে পারবেন। সব বিষয়ে ইন্টারনেটে সব কিছুর তথ্য সার্চ করলেই পাবেন।
 
  • Online shopping  – এই ব্যাপারে কোনো রকমের  ভাবনা কারো মনে ছিলো ‘না। কিন্তু সময়ের সাথে সাথে এগুলো সম্ভব হচ্ছে। কিন্তু আজকের সময়ে, অনলাইন শপিং করাটা প্রচলন হয়ে দাঁড়িয়েছে।
 
 
  •  যোগাযোগ করার মাধ্যম  – ইন্টারনেটের  ব্যবহার করে, অনলাইন যোগাযোগের করি। দেশে বিদেশের যে কোনো জায়গা থেকে। আমাদের পরিবারের প্রিয়জনের সাথে সহজে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারি। ভিডিও কল, সোশ্যাল মিডিয়া চ্যাটিং, ইমেইল বা ভয়েস কল যেকোনো মাধ্যমে হতে পারে।
 
  • Entertainment – আজকাল মনোরঞ্জনের জন্য ইন্টারনেট বেশি ব্যবহার করছেন। আপনার যেটা দেখার বা শোনার মন হলে।  মোবাইল বা কম্পিউটারে মাধ্যমে ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়। 
 
 
  • Information – লোকেরা এখন ইন্টারনেটে বেশি ব্যবহার করছেন। যেকোনো  বিষয়ে তথ্য খোঁজার জন্য ইন্টারনেটের মাধ্যমে নিমিষের মধ্যে পেয়ে যেতে পারি।
 
আজ ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই ইনকাম সম্ভব –
 
  • আজ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে টাকা ইনকাম সম্ভব হয়েছে।
  • যেমন –  YouTube channelbloggingFreelancing এবং
  • আরো অন্য অনেক মাধ্যম আছে ইন্টারনেট ব্যবহার করে টাকা আয়  করা সম্ভব। 
 
 
  • আশা করছি ইন্টারনেট কি -How to Internet Works এই বিষয় আপনার ভালো লেগেছে।
  • অথবা নতুন কিছু জানতে পেরেছেন। ইন্টারনেট কি – এই বিষয়টি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।
  •  আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাংলার সাথে থাকুন। 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

2 thoughts on “ইন্টারনেট কি – How to Internet Works”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top