What Is Motivational Story
মোটিভেশন স্টোরি কি – আমরাই প্রায়ই মোটিভেশনাল স্টোরি শুনি। অনেক বক্তার কথায় হারিয়ে যাই। নিজের ভিতরেই একটা অদৃশ্য শক্তি অনুভব করি । কিন্তু কি এই মোটিভেশনাল স্টোরি ? কেন আমরা এমন অনুভব করি ? আমরা কি কখনো ভেবে দেখেছি ?
আসলে প্রতিটা মোটিভেশনাল স্টোরি হচ্ছে কিছু “লুজারের গল্প” যারা নিজের পরিশ্রমে নিজের কপাল থেকে লুজার শব্দ টা মিটিয়ে “সাকসেসফুল”কথাটা লিখিয়ে নিয়েছেন।
কিংবা কোন একজন মানুষ যিনি এক্সট্রিম কোন বাজে অবস্থা থেকে নিজেকে টেনে এনেছেন উচ্চতার শিখড়ে কিংবা এমন কোন অবস্থায় যেখানে তার থাকার কথা না।
- আমরা মানুষেরা সব সময়ই না পাওয়ার দুঃখে ভুগি।
- খুব কমই মনে হয় মানুষ আছেন যারা তাদের এক্সপেক্টশন এর বন্ধন থেকে মুক্ত করতে পেরেছেন।
- যতক্ষন পর্যন্ত আপনার অভাব থাকবে ততক্ষন আপনার মোটিভেশন এর দরকার পরবে।
- কিছু পাওয়ার ইচ্ছা ,কিছু হওয়ার ইচ্ছা ,
- নিজের অবস্থা থেকে তৈরি হওয়া হতাশাসবার মাঝেই কাজ করে।
- আমাদের সে আবেগ গুলো আমাদের উপর এতই প্রভাব বিস্তার করতে থাকে ।
- যে আমরাএমন অবস্থায় থাকি যেখান থেকে চাইলেই আমরা বের হয়ে আসতে পারি।
- আমদের এই নেগেটিভ আবেগ গুলো পসেটিভ কাজের বাধা হয়ে দাঁড়ায়।
- একটা সময় মনে হতে থাকে আসলে আমার দ্বারা হয়তো কিছুই সম্ভব না। আমি হয়তো পারবোনা।
- আমাকে দিয়ে হবেনা। এই অবস্থা থেকে বেরিয়ে আসার বোধহয় আর কোন উপায়ই নেই।
Motivational Story in Bengali (মোটিভেশন স্টোরি কি)
কিন্তু যখন আপনি দেখবেন আপনার চেয়েও লুজার কেউ এমন কিছু করে ফেলেছে যা এখন আপনার কাছে স্বপ্ন। তখন আপনি প্রেরনা পাবেন। আমার মতে মোটিভেশনাল স্পিকারের কথায় , ভিডিওতে , লেখাতে কোন মোটিভেশান নেই ।
আপনার মোটিভেশান আপনার নিজের ভিতর । আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে বা খুজে নিতে হবে। কিন্তু সে লেখা বা ভিডিও আপনার মোটিভেশনের উৎস নয়। এটা ভেবে নিলে আপনার মোটিভেশন ভিডিও কিংবা লেখা নির্ভর হয়ে যাবে।
যখন ভিডিও দেখবেন বা স্টোরি শুনবেন তখন হয়তো মোটিভেটেড ফিল করবেন। ভিডিও শেষ মোটিভেশানও শেষ হয়ে যাবে।কিন্তু মোটিভেশান যদি আপনার ভিতরে তৈরি হয় তবে সেটা আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিনই আপনাকে মোটিভেট করবে।
হয়তো একসময় আপনাকে দেখেও কেউ তার মাঝে মোটিভেশান তৈরি করবে। জীবনে সুখ শান্তি এবং সবচেয়ে বড় যে ব্যাপার “সন্তষ্টি” ফিরে আসবে।
জীবন বদলে দেওয়া অভ্যাস, অনুপ্রেরণামূলক ছোট গল্প
এমন কিছু অভ্যাস যা আপনি শুরু করলে পাশাপাশি আরো কিছু ভাল অভ্যাস এমনিতেই শুরু হয়ে যায়।
- কিভাবে ?
- তার আগে চলুন একটি গল্প শুনি- রাম বাবু একটি প্রাইভেট কম্পানিতে চাকরী করেন,
- দেখতেও স্মার্ট,মোটামুটি ভালই বেতন পান ,
- চেয়ারে বসে বসে পেটে একটু ভুড়িও জমিয়ে নিয়েছেন।
- কমবেশি সবার জীবনেই ছোট বড় এডিকশান বা নেশা থাকে।
- তেমনি বেচারা রাম বাবু এডিকশান ছিলো স্মোকিং।
- যদিও সে জানে তবুও দিনে ৭-৮টা সিগারেট তার লাগতোই।
- কিন্তু একদিন তার জীবনে আসলো তার স্ত্রী দিয়া, কিন্তু সমস্যা হলো দিয়া স্মোকিংঅপছন্দ করে।
- শত ঝগড়া ঝাটি আর ঘাড় তেড়ামির পর ,রাম বাবু ভাবে “আসলেই তো জিনিস টা খারাপ, সে তো ঠিকই বলছে।
- নিজের ভালোর জন্যই জিনিস টা ছাড়া উচিত।”
- সে এক বছরের মধ্যে এই অভ্যাসটি পুরোপুরি বাদ দিতে পারলো।
- যদিও অভ্যাস পরিবর্তন করা অনেক কষ্টের তারও কষ্ট হওয়ার কথাই ছিল।
- কিন্তু সে কষ্ট টা কম করতে রাম বাবু নিজের মধ্যে নতুন কিছু অভ্যাস গড়ে তুললেন।
- যেমন সিগেরেট ছাড়ার শারীরিক ইফেক্ট গুলো বাদ করতে জিম জয়েন করে ছিলেন ।
- প্রতিদিন অল্প অল্প করে কিছু বই পড়ছিলেন।
- এক বছর পর রাম বাবু দেখলেন তার অভ্যাস এবং শরীরে এক অভূত পূর্ন পরিবর্তন এসে গেছে,
- হাল্কা বেড় হয় আসা ভুড়িটাও গায়েব হয়ে গেছে। পাঁচ বছর প্রথম প্রমোশন পেলেন ।
মোটিভেশনাল কথাবার্তা (মোটিভেশন স্টোরি কি)
- অফিসের স্টাফ তার প্রতি খুশি।
- আর দিয়া ? বলুন তো কি হতে পারে ?
- রাম বাবু এই উন্নতিতে তাদের সাংসারিক লাইফও সহজ ,সুন্দর, এবং সুখী হলো ।
- কিভাবে এসব হলো তা নিচে তিনটি কি-অভ্যাস আলোচনা করলেই আপনার কাছে পরিস্কার হয়ে যাবে।
১। বই পড়া
২। মেডিটেশান
৩। ফিটনেস
বই পড়াঃ
- জ্ঞানার্জন করা জন্য বইপড়া খুবই গুরুত্ব পূর্ন বিষয় এবং পাশাপাশি মজাদারও বটে।
- কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ না থাকায়
- এবং বাস্ত জীবনে প্রয়োগ না থাকায় আমরা আসলে সে মজাটা পড়া থেকে হারিয়ে ফেলি।
- আপনি যদি এখন একটা চাকুরি তে থেকে থাকেন তবে বীজ গনিত বা ইতিহাসে পুরানো আমলের ৩টাকার গরু আপনার কোন কাজে আসছে ?
- কিন্তু এখানেই যদি “সোসাল সাইন্সের” বদলে সোসাশাল স্কিলস শেখানো হতো , ফিটনেস , নিউট্রিশান ,মানি ম্যনেজমেন্ট শিখানো হতো,
- আমাদের ক্লাস গুলো এতোটা বোরিং হতো না। তাই এখন যখন আপনি এই বিষয় গুলোর উপর বই পড়বেন ,আটোমেটিকালিই সেগুলা প্রয়োগ আপনি আপনার বাস্তব জীবনে নিজের অভিজ্ঞা অজান্তেও করে ফেলবেন।
- আর তাতেই দেখবেন আপনার চারপাশ এবং নিজের অবস্থাও আগের চেয়ে ভাল মনে হবে।
- যেমন আপনি যখন বডি লেঙ্গুয়েজের উপর কোন বই পড়বেন ,তখন আপনি কোন অবস্থায় আপনার বডি লেঙ্গুয়েজ কেমন হওয়া উচিত সে বিষোয়ে জেনে যাবেন ,
- যদি আপনি মানি ম্যণেজমেন্ট এর উপর কোন বই পড়তে থাকেন ,
- তবে নিজেকে অহেতুক খরচ থেকে বাচিয়ে রাখবেন ।
- যেমন রাম বাবু হয়তো অফিস ম্যানেজমেন্ট এন্ড বিহেভিয়ারের উপর বই পড়ছিলেন ।
- তাতে তার অভ্যাস পরিবর্তন হওয়ার পাশাপাশি অফিসের বস এবং বাকি সবাইও তার উপর খুশি হয়ে যায়।
বেস্ট মোটিভেশনাল
- মেডীটেশান – আসলে সত্যি কথা বলতে অভ্যাস নিজের জীবনে চর্চা করলেও এই অভ্যাস্টি এখনো চর্চা করা হয়নি তাই বইয়ের গবেষোক দের ভাষাই বলতে হবে।
- মেডিটেশান হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অভ্যাস আপনি জিমে ,
- আপনার বডিতে যেমন পরিবর্তন আনছেন ,ভুড়ি গায়েব করে সিক্স প্যাক আনছেন । তেমনি রেগুলার মেডিটেশান আপনার ব্রেনের সিক্স প্যাক তৈরি করতে সহায়তা করে,
- জীবনে প্রশান্তি আনে। পৃথিবীর যত বড় বড় মনিষী , ধর্ম প্রচারক গণ ছিলেন সবাই একটা সময় মেডিটেশন মধ্যে দিয়েই গেছেন ।
- আমার এই ব্যাপারে জ্ঞান কম তাই এখানে অফ যাচ্ছি ।
- ফিটনেস – এখানে আমাদের রাম বাবু আছেন তাই।
- আমাদের গল্পে আমরা দেখেছিলামরাম বাবু জিম জয়েন করেছিলেন।
- এক্সার সাইজ এমন একটা অভ্যাস যে এটি অন্য কয়েকটি ভাল অভ্যাস যোগ করাতে বাধ্য করবে আপনাকে ।
- আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন আপনার ক্ষুধা বাড়বে ,
- আপনি পরিমিত খাবার গ্রহন করবেন। রাতে ঘুম ভাল হবে
- এবং সকালে চনঅমনে রিফ্রেশ মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠবেন ।
- আগের চেয়ে পরিমাণে পানি বেশি খাওয়া লাগবে তাতেও শরীর সতেজ হবে।
- যেমন রাম বাবু যখন সিগারেট ছেড়ে জিমে ভর্তি হলেন ,
- তখন দোকানে গেলে একটা সিগেরেট কিনার বদলে কলা কিনে খেতেন।
- কারন সব জিম ইন্সট্রাক্টর প্রতিদিন কলা খাওয়ার নির্দেশনা দেন । এভাবে ব্যায়াম শুরু করার মাধ্যমে আপনি আরো ভাল কিছু অভ্যাস নিজের ভিতর নিয়ে নিচ্ছেন।আপনার মোটিভেশানের জন্য তৈরি করা পরিবেশের একটি অংশ হওয়ার চেষ্টা করবে।
- Covid- 19
- Election
- Good Morning
- Good Night Wishes
- Happy Holi
- Happy New Year
- Jante Hobe – জানতে হবে
- Job
- Romantic
- Top 10
- Uncategorized
- অনুপ্রেরণা মূলক উক্তি
- উৎসব
- ঔষধি গাছের উপকারিতা
- খবর
- খাবার
- গুরুত্বপূর্ণ দিবস
- চাণক্যনীতি
- জীবনের গল্প
- ফলের উপকারিতা,Best Benefits of Fruits
- বাণী সমগ্র
- বাংলা কুইজ
- বিখ্যাত উক্তি ও বাণী
- মনীষীদের বাণী ও উক্তি, Bikhato Monishider Ukti
- মোটিভেশনাল
- শরীর স্বাস্থ্য
- শরীর স্বাস্থ্য ও খাবার
- শুভেচ্ছা বার্তা
- হাসির জোকস