বাবা লোকনাথ ব্রাম্মচারী, Loknath Bramachari Best Quotes

বাবা লোকনাথ ব্রাম্মচারীর জীবন কথা 

বাবা লোকনাথ ব্রাম্মচারীর জন্মদিন ৩১ আগস্ট ১৭৩০ খ্রিস্টাব্দে এবং ১৮ ই ভাদ্র ১১৩৭ বঙ্গাব্দে জন্মাষ্টমীর দিন ব্রাম্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

লোকনাথের তিরোধান হয় ২ জুন ১৮৯০ খ্রিস্টাব্দে। প্রতিবছর ২ জুন বাবা লোকনাথের তিরোধান দিবস হিসাবে পালন করা হয়। 

লোকনাথ বাবার জন্মস্থান 

  •  ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে ব্রাম্মণ পরিবারে বাবা লোকনাথের জন্মগ্রহণ করেন।  পিতা – রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী, বাবা লোকনাথ তাঁর বাবা ও মায়ের ৪র্থ পুত্র ছিলেন।

বাবা লোকনাথ ব্রাম্মচারী কি ভাবে হলেন 

ব্রাম্মচারী বাবা লোকনাথের গল্প -বাবা লোকনাথের জন্মের পর – তাঁর পিতার ইচ্ছা ছিল তিনি ব্রাম্মচারী হবেন। কিন্তু তাঁর মা চাননি পুত্র দূরে থাকুক। অবশেষে বাবা লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। 

ঠিক একই সাথে তাঁর প্রিয় সখা বেণী মাধব,ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। ভগবান গাঙ্গুলি কয়েক বছর পরে তাদেরকে কালীঘাটে নিয়ে আসেন। সেখানে স্বামীজীর সাথে কিছুকাল যোগশিক্ষা করেন। 

লোকনাথ বাবা বিভিন্ন জাগায় ভ্ৰমণ করেন 

পশ্চিম দিকে আফগানিস্তান,মক্কা,মদিনা অতিক্রম করে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ভ্ৰমণ করেছিলেন। মক্কা – মদিনরা মুসলিম ধর্মীয় মানুষেরা তাঁকে শ্রদ্ধা প্রদর্শন করেন। 
এছাড়াও সুমেরু শৈত্যপ্রধান এলাকায় বদরিকা আশ্রমে অবস্থান করে। সেখান আরও উত্তরে বহুদূর এলাকা ভ্ৰমণ করেন। অবশেষে হিমালয়ে বাঁধা পেয়ে চিন দেশে উপস্থিত হন। 
পরে উভয়ে চন্দ্রনাথে আগমন করে, তারপর বেণীমাধব কামাখ্যায় এবং লোকনাথ বারদী গ্রামে বাস করতে থাকে। সেখানেই লোকনাথ ব্রাম্মচারী নামে পরিচিতি পান। 

বাবা লোকনাথের উপদেশ
বাবা লোকনাথ ব্রাম্মচারী, Loknath Bramachari Best Quotes
বাবা লোকনাথ ব্রাম্মচারী
  • লোকনাথ বাবার বিভিন্ন উক্তি গুলির মধ্যে। কিছু সেরা উক্তি তুলে ধরা হয়েছে। 

তোমরা – রণে,বনে,জলে,জঙ্গলে যেখানেই বিপদে পড়বে। তখন স্মরণ করিবে, আমিই তোমাদের রক্ষা করবো। 

বাবা লোকনাথের উপদেশ

তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। 

বাবা লোকনাথের উপদেশ

অর্থ মানুষকে পীড়া দেয় :- সেটা অর্থ উপার্জন করা হোক। আর রক্ষা করার সময় হোক। বা অর্থ ব্যয় করার সময় হোক।

 অর্থ যেকোনো অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় বা চুরি হলে। তার জন্য দুঃখ বা চিন্তা করে কোনো লাভ নেই। 

লোকনাথ বাবার উক্তি

প্রতিদিন কাজ শেষে ঘুমাবার আগে; সারাদিন কি কি করেছো। সেটা একবার ভাববে; কোন কাজ ভালো করা হয়েছে।

আর কোন কাজ খারাপ করা হয়েছে। এই সব ভেবে – খারাপ কাজ ছেড়ে দিলে। তাহলে  এমনিতেই মুক্তি পাওয়া যাবে। 

বাবা লোকনাথের উপদেশ
বাবা লোকনাথের বাণী
  • সত্য এমন একটা জিনিস – এর মত পবিত্র জিনিস আর কিছু নেই। স্বর্গ যাওয়ার একমাত্র উপায় হলো। সত্যি বা সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই বা থাকতে পারে না 
  • যে মানুকে সবাই ভালো বাসে। আর যে ব্যক্তি প্রত্যেক মানুষের ভালো ও কল্যাণকর কাজ করে। তিনি বাস্তবে যথার্থ জ্ঞানী। 
  • প্রয়োজন হলে গর্জন করবে কিন্তু বোকা বা আহাম্মক হবে না। রাগ করবে কিন্তু রাগাম্ভিত হবে না। 
  • গুরুর দেওয়া মন্ত্র শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কাজ নয়। শিষ্যের কাজ হলো গুরু যা বলে দিয়েছেন। তা নিদ্বিধায় জপ করে যাওয়া শিষ্যের কর্তব্য। 

যে সন্তান ইচ্ছা বা অনিচ্ছায়, মায়ের আদেশ পালন করে। ভগবান সব সময় তার মঙ্গল করেন। 

লোকনাথ বাবার মন্ত্র

জীবন মুক্ত হতে চাইলে, সংসার বন্ধন ত্যাগ করতে হবে। 

লোকনাথ ব্রাম্মচারী

বাক্যবাণ ও বিচ্ছেদবান সহ্য করতে পারলে। মৃত্যুকে হারিয়ে দেওয়া যায়। 

বাবা লোকনাথের উপদেশ

এই দেহটি একটি পাখির খাঁচার মতো। 

লোকনাথ বাবার উক্তি

নরেন্দ্র মোদীর সেরা উক্তি 

অর্থ উপার্জন করা এবং তা রক্ষা করা। আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সব অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় বা চুরি হলে, তার জন্য চিন্তা করে কোন লাভ নেই।

লোকনাথ ব্রাম্মচারী

এই ব্লগে নিয়মিত যা পাবেন – মনীষীদের উক্তি ও বাণী,যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,ঔষধি গাছের উপকারিতা,শরীর ও স্বাস্থ্য,মোটিভেশনাল,সাম্প্রতিক খবর, উৎসব, উইশ কোটস

  • বাবা লোকনাথের তিরোধান দিবসে,লোকনাথ ব্রাম্মচারীর উপদেশ ও বাণী।
  • সমন্ধে কোনো মতামত থাকলে,কমেন্ট করে জানাতে পারেন।
  • আর ভালো বা উপকৃত মনে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top