জীবনের কিছু বাস্তব কথা সমূহ – স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, বরং স্বপ্নকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ! যতক্ষণ জীবন আছে, বিপদ ততক্ষন কম বেশি থাকবেই। বিপদের ভয়ে থেমে না থেকে, সামনে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
জীবনে পাঁচটি প্রশ্ন মানুষকে সত্যের পথে নিয়ে আসে –
১. আমি কে..?
২. আমি কিভাবে এলাম.?
৩. আমার কী করা উচিৎ ?
৪. আমি কি করছি ..?
৫.আমাকে কোথাই যেতে হবে..?
জীবনের ৫ টি সত্যি
1. মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না।
2. গরিবের কোনো বন্ধু হয় না !
3. সম্মান তারাই পায়, যাদের টাকা আছে .!
4. এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে !
5. যেই মানুষটি নিজের হয়, সেই মানুষটি কষ্ট দেয় !
জীবনে এই বাস্তব কথা গুলি জেনে রাখা ভালো –
জীবনে তিনটি কথা মনে রাখবে …!
১) যে তোমাকে সাহায্য করে, তাকে কখনও ভুলে যেও না।
২) যে তোমাকে ভালোবাসে, তাকে কখনও ঘৃনা করো না।
৩) যে তোমাকে বিশ্বাস করে, তাকে কখনও ঠকিও না।
– এ.পি.জে. আব্দুল কালাম
জীবনে চারটি জিনিস কখনও ভাঙতে নেই –
1. প্ৰতিশ্ৰুতি
2. বিশ্বাস,
3. মন
4. সম্পর্ক
কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না।
তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত !
1. অহংকার
2. মিথ্যা কথা
3. হিংসা
জীবনে তিন জনকে কখনও ক্ষমা করতে নেই ..!
1. যে ভালো না বেসে অভিনয় করে।
2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে।
3. যে বিশ্বাসের অমর্যাদা করে।
মানুষের জীবনের কিছু বাস্তব কথা, Reality quotes in Bengali
ভরসা তাকেই করো, যে তোমার ৩টি জিনিস বুঝবে !
1. হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট !
2. রাগের পেছনে থাকা ভালোবাসা !
3. চুপ থাকার পেছনে কারণ …
পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন !
1. অন্যের দয়া কামনা করা
2. পরিবর্তন কে ভয় করা
3. অতীত নিয়ে পরে থাকা
4. নিজেকে ছোট মনে করা
5. অতিরিক্ত চিন্তা করা
Read More – ছোট নীতি বাক্য বাংলা
৩টা জিনিস ফিরে আসে না –
সময়, কথা ও সুযোগ
৩টা জিনিস হারানো ঠিক না –
শান্তি, আশা ও সততা
৩টা জিনিসে পতন হয় –
অহংকার, মিথ্যা ও হিংসা
৩টা জিনিস খুব দামী –
ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব
সুখে থাকার দুটো পদ্ধতি –
পরিস্থিতি কে বদলে দাও !
নয়তো পরিস্থিতি কে বুঝে – নিজেকে বদলে নাও !
তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় –
– বেশি শিক্ষিত হলে !
– বেশি সুন্দর হলে !
– হঠাৎ বড়োলোক হলে !
জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দুরে থাকো !
1. ব্যাস্ত মানুষ,
2. স্বার্থপর মানুষ
কারণ ব্যাস্ত মানুষ গুলো, তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে !
আর স্বার্থপর মানুষ গুলো, তার দরকারে তোমার সাথে কথা বলবে !
জীবনের কিছু সত্য কথা, জীবন এবং বাস্তবতা
চিনি আর নুন এর রং একই হলেও ….তার পার্থক্য স্বাদে !
তেমনি মানুষ আর অমানুষ গুলো দেখতে পুরো এক হলেও ?
পার্থক্য তাদের চরিত্রে !
জীবন কি ? জীবনকে আরো ভালোভাবে বুঝতে, আপনাকে তিনটি স্থানে যেতে হবে –
১। হাসপাতাল
২। কারাগার
৩। কবরস্থান
১। হাসপাতাল – হাসপাতালে গেলেই আপনি বুঝতে পারবেন ! সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়।
২। কারাগার – কারাগারে, আপনি দেখতে পাবেন, স্বাধীনতা সবচেয়ে মুল্যবান জিনিস।
৩। কবরস্থান – কবরস্থানে, আপনি বুঝতে পারবেন, জীবনের কোনো মুল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি ! তা আগামীকাল আমাদের ছাদ হবে।
দুঃখজনক সত্য –
আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাবো না।
আসুন আমরা বিনীত থাকি এবং সবকিছুর জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি।
শূন্য –
শূন্য থেকে শুরু জীবন শূন্যে গিয়েই শেষ,
মৃত্যু দিয়েই মিলবে হিসেব থাকবে না ভাগশেষ।
ফিরবো সবাই সময় হলে আজ কিংবা কাল –
শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল।
জীবন ও বাস্তবতা নিয়ে উক্তি
দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত !
যে পালন করে, সে সবসময়ই দোষী হয় !
আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় !
সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় !
তাহলে তা ভাঙা মুশকিল !
আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় !
তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল !
Read More – ঈদুল ফিতরের শুভেচ্ছা বাণী
জীবনে এই পাঁচটি জিনিস খুজে পাওয়া খুব কঠিন –
১. নিস্পাপ একটা মন !
২. নিজের মনের মতো একটা মানুষ !
৩. নিস্বার্থ ভালোবাসা !
৪. কষ্টের ভাগীদার !
৫. বিশ্বাসী মানুষ !
জীবনের কঠিন বাস্তবতা, সময়, জীবন ও বাস্তবতা | Time, Life & Reality
জ্ঞান – সবথেকে ধনী সম্পদ !
ধৈর্য্য – সবথেকে শক্তিশালী অস্ত্র !
বিশ্বাস – শ্রেষ্ঠ নিরাপত্তা !
হাসি – সবথেকে কার্যকরী টনিক !
আশ্চর্যজনক ভাবে এই সবকিছুই, বিনামূল্যে পাওয়া যায়। – সুপ্রভাত
ব্যাস্ততার মাঝে মানুষ,যেটি হারিয়ে ফেলে – সেটি সময়
ক্লান্ত হলে, যেটি হারিয়ে ফেলে – সেটি শক্তি
আর স্বার্থের মধ্যে, যেটি হারিয়ে ফেলে – সেটিই মনুষ্যত্ব..!
চিরন্তন কিছু সত্য কথা..!
১. বেশি কথায় মুখ নষ্ট !
২. বেশি আদরে সন্তান নষ্ট !
৩. বেশি লোভে জীবন নষ্ট !
৪. বেশি নুনে তরকারি নষ্ট !
৫. অতি অহংকারে মানুষ নষ্ট !
৬. বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট !
অনুভূতি – সবথেকে সুন্দর জিনিস, যা অনুভব করা যায়, স্পর্শ করা যায় না।
ভালোবাসা – মুখে বলে বোঝানো সম্ভব নয় !
সম্মান – মানুষের ব্যবহারের উপর নির্ভর করে !
গুরুত্ব – তাকেই দিতে হয়, যে তোমায় গুরুত্ব দেয় !
মূল্য – মূলাটা তাকেই দিতে হয়, যার জীবনে তোমার গুরুত্ব আছে !
মর্যাদা – তাকে যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে !
– সুপ্রভাত Good Morning
জীবনের তিন মন্ত্র –
অতি আনন্দে – কাউকে কথা দিও না ।
রাগের সময় – উত্তর দিও না ।
দুঃখের সময় – কোনো নির্ণয় করো না ।
জীবন মন্ত্ৰ –
ধীরে বলো – শান্তি পাবে ।
অহংকার ছাড়ো – মুক্তি পাবে ।
বিচার করো – জ্ঞান মিলবে ।
সেবা করো – শান্তি পাবে ।
মানুষের জীবনের কিছু বাস্তব কথা – কিছু বাস্তব সত্য কথা
অন্যের ক্ষতি করতে চাইলে, নিজের ক্ষতি হবেই !
হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে,
তবে ক্ষতি হবেই !
কারণ… প্রকৃতি তার আপন গতিতে ‘প্রতিশোধ’ নেয় !!
জীবনের প্রথম কাপড়টা পড়তে হয় অন্যের হাতে ?
এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে !
তাহলে এই পৃথিবীতে –
মানুষ কিসের জন্য এতো অহংকার করে !
Read More – উপদেশ মূলক কথা / জ্ঞানের উপদেশ মূলক কথা
জীবনের ৬টি বাস্তবতা যত কঠোরই হোক আপনাকে মানতেই হবে – মানুষ জীবনে 6 বার হেরে যায় –
১. টাকার কাছে !
২. ভালোবাসার কাছে !
৩. বিবেকের কাছে !
৪. বন্ধুত্বের কাছে !
৫. সময়ের কাছে !
৬. অবশেষে মৃত্যুর কাছে !
জীবনে খুশি থাকার টিপস –
সেখানে যেও না ! যে বুঝতে চায় না।
যেখানে তোমার কদর নেই, তাকে বোঝাতে যেওনা !
যে সত্য বললে রেগে যায়, তার রাগ ভাঙ্গিও না !
যে তোমার চোখের নিচে নেমে গেছে, তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না !
জীবনে কোন সমস্যা আসলে – ভেঙে পড়ো না !
যে আবহাওয়ার মতো বদলে যায়, তার সাথে কখনো সম্পর্ক রেখোনা !
Read More – পবিত্র কোরআনের উপদেশ বাণী
Read More – Best Niti vakya in Hindi | अच्छे-अच्छे नीति वाक्य हिंदी में
জীবনের কিছু বাস্তব কথা ও উক্তি লেখা নিয়ে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন 🙏
It’s actually a cool and useful piece of information. I’m glad that you shared this helpful information with us. Please keep us informed like this. Thanks for sharing.