ছোট নীতি বাক্য বাংলা, নীতি বাক্য কাকে বলে ? যে মূলনীতি বা পথ নির্দেশক সূত্র যা সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা যেতে পারে। তাকে নীতি বাক্য বলে। প্রত্যেকের জীবনে কম বেশি কিছু নীতি বাক্য কিছু উপদেশ নীতি বাক্য জেনে রাখা ভালো, কারণ – সময় অনেক কাজে আসে।
এই নীতি বাক্য বা উপদেশ বাক্য – সত্য যা বিশ্বাস করে ব্যবহার করলে, যুক্তিচক্রে ভিত্তি হিসেবে কাজ করে। তাকে নীতি বাক্য বা উপদেশ বাক্য বলে। মনীষীদের এই বিখ্যাত নীতি বাক্য গুলি, মানবতা শিক্ষা মূলক নীতি বাক্য হিসাবে কাজ করবে।
আশা করছি সুন্দর সুন্দর নীতি বাক্য, শিক্ষা নিয়ে বাংলা ছোট নীতি বাক্য, বিভিন্ন ছোট নীতি বাক্য, উপদেশ বাক্য বাংলা নীতি বাক্য গুলি ভালো লাগবে। ভবিষ্যতে আপনাদের জীবনে চমৎকার নীতি বাক্য গুলি উপকারে আসবে।
শিক্ষা নিয়ে বাংলা ছোট নীতি বাক্য
যে ব্যক্তি –
আল্লাহ’র উপর প্রবল বিশ্বাস রাখে,
আল্লাহ –
তার ইচ্ছা অপূর্ণ রাখেন না… ইসলামিক নীতি বাক্য
মহৎ ও সৎ লোকদের
সমালোচনা করা অনেক সহজ।
কিন্তু তাদের মতো হওয়া
অনেক কঠিন !

কেউ তোমাকে খারাপ ভাবলে,
তুমি কিছু মনে করো না !
কারণ – একজন মানুষ কখনো –
সবার প্রিয় হতে পারে না !
তুমি তোমার বিবেক দিয়ে
নিজের পথে চলো…
যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে,
যে তোমাকে বুঝার সে নিশ্চয়ই বুঝবে !
সততা খুব মূল্যবান
একটা জিনিস
যার তার কাছ থেকে,
এটা আশা করা যায় না।
জীবনে অতি সৎ হইও না,
মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই,
কিন্তু সবার প্রথমে কাটা হয়,
তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই,
বেশি আগে বিপদে পড়ে।
ভরসা তাকেই করো,
যে তোমার ৩ টি জিনিস বুঝবে –
1-হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট,
2-রাগের পেছনে থাকা ভালোবাসা,
3-চুপ থাকার পেছনে কারণ।
নিজেকে ভালো রাখার দায়িত্ব,
নিজেকেই নিতে হবে।
কারণ খারাপ থাকলে,
কেউ ভালো রাখতে আসবে না।
তাকে কখনো, অবহেলা করো না!
যে তোমাকে সত্যিই – অনেক ভালোবাসে!
আদর্শ নীতি বাক্য কী
অল্প বয়সে কাউকে পাওয়ার আশায়,
নিজের জীবন নষ্ট করো না।
তুমি নিজের মতো করে,
তোমার জীবন সাজাও…
সময় বলে দেবে –
তুমি কার হবে আর কে তোমার হবে !
– এ.পি.জে. আব্দুল কালাম
অসৎ লোক কাউকে সৎ
মনে করেনা
সে সবাইকে
নিজের মতো ভাবে।
এরকম লোকের থেকে দুরত্ব বজায় রাখুন।
পরের উপকার করা ভালো –
কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়!
জ্ঞানী আগে চিন্তা করে
তারপর কথা বলে
নির্বোধ আগে কথা বলে
তারপর চিন্তা করে। -রবীন্দ্রনাথ ঠাকুর
সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়,
কিন্তু সুন্দর ব্যবহার কখনও বৃদ্ধ হয় না।
খারাপ কাজে কখনো
এগিয়ে যেয়োনা..
আর ভালো কাজে বাধা আসলেও
কখনো পিছিয়ে এসোনা..!!
যে ভুল স্বীকার করে,
সে কোনোদিন ছোট হয়না…
বরং তার সম্মান আরো বেড়ে যায়..!
যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বোকা নয় – সে বিশ্বাসী!
সুন্দর সুন্দর নীতি বাক্য – চমৎকার নীতি বাক্য
জীবনে ঝামেলা যতই থাকুক
চিন্তা করলে বেড়ে যাবে,
চুপ থাকলে কমে যাবে,
ধৈর্য রাখনে শেষ হয়ে যাবে,
আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে,
তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে।
– গীতার বানী
যখনই সত্যের সাথে – অসত্যের লড়াই হয়,
তখন সত্য একা দাঁড়ায়৷
অসত্যের বাহিনী হয় বিশাল …
কারণ – তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে।
সকালে একটা পত্রিকা ১০ টাকায় বিক্রি হয়,
বিকালে তার কেজি বিক্রি হয় ১০ টাকা,
শুধুমাত্র সময়ের ব্যাপার,
সুতরাং অহংকার করবেন না।
সুখী হতে চাও..?
তাহলে কখনও কারো ক্ষতি করো না।
খেয়াল রেখো –
তোমার দ্বারা কারো উপকার না হোক,
কিন্তু কারোর ক্ষতি যেন না হয়।
পিছনে বদনাম করে,
সামনে এসে আন্তরিকতা দেখানো –
মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম,
কারণ এরা প্রকাশ্য শত্রুর – চেয়েও ভয়ঙ্কর !
আজকে ব্যর্থ হয়েছ বলে,
নিজেকে ভালো কাজ করা থেকে – বিরত কোরো না।
হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছো,
চেষ্টা করে যাও, কাল তুমি সফল হবেই।
আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম,
তুই এতো কঠিন কেন?
বাস্তবতা হেসে উত্তর দিলো,
এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না।
উপদেশ বাক্য বাংলা নীতি বাক্য
সূর্য ডোবার সময়ে, কিছু ক্ষণের জন্য
আকাশে ভোরের মত রং দেখা যায়।
যাতে মানুষ আশা করে …
কাল আবার সকাল হবে।
তুমি ততটাই ফিরে পাবে,
যতটা তুমি কাউকে দেবে।
সেটা ভালোবাসা হোক, কিংবা কষ্ট ! – শিক্ষামূলক নীতি বাক্য
সমস্যা আর সুখ
দুটোই কিন্তু Temporary
তাই সুখে থাকলে, উল্লাস করবেন না।
আর সমস্যার মধ্যে থাকলে, ভেঙ্গে পড়বে না।
বইয়ের পাতা, মানুষকে যা শিক্ষা দেয়।
তার চেয়ে অনেক বেশি, কিছু শিখিয়ে দেয়
জীবনের পাতা। – শিক্ষা মুলক নীতি বাক্য

দায়িত্ব নিতে ভয়,পাবেন না।
তাহলেই – জীবনে নতুন কিছু শিখতে পারবেন।
প্রেম নয়
বরং ক্যারিয়ার কে গুরুত্ব দিন,
ভালোবাসা
আপনা আপনি চলে আসবে ! – ভালোবাসার নীতি বাক্য
মানুষ পর থেকে পাওয়া সম্মান,
আপন থেকে পাওয়া
অপমান কখনো ভুলে না।
তুমি যদি সমস্যাকে বড় করে দেখ !
তাহলে কখনও …
সমাধানের পথ খুঁজে পাবে না ।
Bengali niti kotha ( নীতি বাক্য বাংলা )
জলে না নামলে যেমন
সাঁতার শেখা যায় না
ঠিক তেমনি জীবনে
খারাপ সময় না আসলে
মানুষ চেনা যায় না।
উদ্দেশ্য ছাড়া, কেউ কাছে আসে না।
স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। – নীতি বাক্য শিক্ষা
সুখের নাম জীবন নয়,
কষ্টকে জয় করে বেঁচে থাকার
নামই জীবন। – কষ্টের নীতি বাক্য
অনেক খারাপ ব্যাক্তিও
যদি আমার প্রতি অনুরাগী হয়ে,
আমার উপসনা করে।
তাহলে তাকে সাধু বলে জানবে। -প্রেমের নীতি বাক্য
আধুনিক অলিম্পিকের নীতি বাক্য কি ? Citius – দ্রুতত্বর, Altius – উচ্চত্ত্বর, Fortius – শক্তিশালী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি – সত্যের জয় সুনিশ্চিত
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.